Friday, 26 April 2024

কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে , দেখে নিন আবেদন পদ্ধতি ?

Cooch Behar Housestaffship Recruitment


যে সমস্ত চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর । কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে । নিচে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।

Cooch Behar Housestaffship (Junior Resident) Recruitment 2024 


সংস্থা নাম - পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত Maharaja Jitendra Narayan Medical College  & Hospital থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । 

পদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে ।

শূন্যপদের সংখ্যা - এই Housestaffship (Junior Resident) পদে ঠিক কত জন কে নিয়োগ করা হবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতে জানায়নি।  

আবেদন পদ্ধতি - অনলাইনের মাধ্যমে এই Housestaffship (Junior Resident) পদে আবেদন জানাতে হবে । প্রথমে Cooch Behar সাইটের Recruitment পেজে যেতে হবে । তারপর এই Housestaffship (Junior Resident) নিয়োগের Description-এ একটি আবেদনের জন্য লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে হবে । 

অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত Documents গুলি আপলোড করতে হবে তা নোটিফিকেশনে দেওয়া আছে । 

গুরুত্বপূর্ণ তারিখ - 26/04/2024 তারিখ থেকে এই Housestaffship পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে । আবেদনের শেষ তারিখ হচ্ছে 02/05/2024 । 

এছাড়া এই নিয়োগ সম্পর্কে জানতে এবং কিভাবে প্রার্থী বেছে নেওয়া হবে তা জানার জন্য অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন এবং বাকি তথ্য পড়ে নেবেন । 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

1) Cooch Behar Official Website 

2) Housestaffship Recruitment Notification 



Join Our Facebook Page

No comments:

Post a Comment

কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে , দেখে নিন আবেদন পদ্ধতি ?

যে সমস্ত চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর । কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হ...