WB Recruitment 2024: যে সমস্ত প্রার্থী দেব দেবীর পূজা করে থাকেন, তাদের জন্য সুখবর । পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার Debuttor Trust Board অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে পূজারী পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই পদটি Permanent । নিচে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।
WB Recruitment 2024 in Pujari Cum Bhogpachak
সংস্থার নাম - পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার Office of Debuttor Trust Board নামক সংস্থা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Pujari Cum Bhogpachak পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে ।
শূন্যপদের সংখ্যা - বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এই Pujari Cum Bhogpachak পদে মোট 7 টি শূন্যপদ রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা - এই পূজারী পদের জন্য প্রার্থীদেরকে কোনো সরকারি স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে ।
অন্যান্য যোগ্যতা - এই পদের জন্য আরো যে সব যোগ্যতা থাকতে হবে, সেগুলি হল - Sanskrit এ ভালো জ্ঞান থাকতে হবে, বিভিন্ন দেব দেবীর পূজা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং Hindu Temple-এ পূজা করার অভিজ্ঞতা থাকতে হবে । সবচেয়ে বড়ো যোগ্যতা হচ্ছে প্রার্থীকে ভারতীয় হতে হবে ।
বয়স - 18 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা এই Pujari Cum Bhogpachak পদে আবেদন করতে পারবেন ।
বেতন - এই পূজারী পদে যাদেরকে বেছে নেবে তাদেরকে Group D অনুযায়ী বেতন দেবে জানিয়েছে ।
আবেদন পদ্ধতি - অফলাইনের মাধ্যমে এই পূজারী পদে আবেদন জানাতে হবে । প্রথমে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং তারপর নোটিফিকেশন থেকে আবেদন ফর্ম টি প্রিন্ট করে নিতে হবে । এরপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল করতে হবে । সম্পূর্ণ ফর্ম ফিলের পর আবেদন ফর্মের সাথে Self Attested করা Documents যেমন - Qualification, Identification, Experience, 2 Passport photo 2 টি খামেয মধ্যে ভরে তার ওপর 5 টাকার Stamp attach করতে হবে । এবং নোটিফিকেশন দেওয়া ঠিকানাতে 18/03/2024 এর 3 টের মধ্যে পৌঁছে দিতে হবে হবে ।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পূজারী পদে প্রার্থীদের বেছে নেওয়া হবে জানিয়েছে ।
আবেদনের তারিখ - ইতিমধ্যে 22/02/2024 তারিখ থেকে এই পদে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/03/2024 এর বিকাল 3 টে পর্যন্ত ।
এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন এবং বাকি তথ্য যেমন ঠিকানা, আবেদন করার পদ্ধতি দেখে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
1) Pujari Cum Bhogpachak Recruitment Notification
2) Coach Behar Official Website
Join Our Facebook Page
No comments:
Post a Comment