WB Health Recruitment 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা একটি স্বাস্থ্য বিভাগের চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জানাই খুশির খবর । পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার Chief Medical Officer অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, তবে এই সব নিয়োগ Contractual হবে জানিয়েছে । নিচে কোন কোনো পদে নিয়োগ করা হবে এবং কি কি যোগ্যতা লাগবে তা বিস্তারিত ভাবে জানানো হল ।
WB Health Recruitment 2024 in Alipurduar District
সংস্থার নাম - পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের Chief Medical Officer অফিস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ।
শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সব শূন্যপদে নিয়োগ করা হবে , তা হচ্ছে -
1) District Manager
2) Multi Rehabilitation Worker
3) District PPM Coordinator
4) Ophthalmic Assistant
শূন্যপদের সংখ্যা - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 7 টি শূন্যপদ রয়েছে অর্থাৎ District Manager পদে 1 টি, Multi Rehabilitation Worker পদে 4 টি এবং District PPM Coordinator ও Ophthalmic Assistant পদে 1 টি করে শূন্যপদ রয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা , বয়স এবং বেতন
পদ অনুযায়ী যে সব শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কত টাকা করে বেতন দেবে তা নিচে জানানো হল -
1) District Manager - এই পদে আবেদন জানাতে হলে প্রার্থীকে Statistics-এ ডিগ্রি থাকতে হবে, Biostatistics-এ দক্ষ হতে হবে এবং যে কোনো স্বাস্থ্য এবং হসপিটালের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এই পদে সর্বোচ্চ 40 বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের প্রার্থীদের 35,000/ টাকা করে বেতন দেবে জানিয়েছে ।
2) Multi Rehabilitation Worker - এই পদের প্রার্থীদের Physiotherapy-তে Master Degree থাকতে হবে অথবা Physiotherapy-তে Bachelor Degree থাকতে হবে এঅবং সাথে হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 21 থেকে 40 বছর প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন এবং 18,000 টাকা করে প্রতি মাসে বেতন দেবে জানিয়েছে ।
3) District PPM Coordinator - যে কোনো বিষয়ে Post Graduate থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন । তবে Communication/ACSM/Public Private Partnership/Health Projects এ, ওপর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়া কম্পিউটারের ওপর জ্ঞান থাকতে হবে , আর বাইক চালানো জানতে হবে এবং সাথে বাইকের driving license থাকতে হবে । এই পদে 21 থেকে 40 বছর প্রার্থীরাআবেদন জানাতে পারবেন এবং 26,000 টাকা করে বেতন দেবে জানিয়েছে ।
4) Ophthalmic Assistant - Physics, Chemistry,Biology বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন । এবং অবশ্যই Paramedical Ophthalmic Assistant কোর্সের ওপর 2 বছরের Diploma থাকতে হবে । 18 থেকে 40 বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং 18,000 টাকা করে বেতন দেবে জানিয়েছে ।
নিয়োগ পদ্ধতি - ওপরের পদ গুলিতে প্রার্থীদেরকে Academic Qualification, Experience, Written Test, Computer Test এবং Interview-র মাধ্যমে বেছে নেওয়া হবে জানিয়েছে ।
আবেদন পদ্ধতি - যে সব চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন, তাহলে তাদের জানাই যে এই পদে আবেদন জানাতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে সবে । প্রথমে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং তারপর আবেদন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে , তারপর আবেদন ফর্ম টি সঠিক ভাবে ফিল করোএ হবে এবং সমস্ত ডকুমেন্টসর জেরক্স কপি আর Demand Draft সহ একটি খামে ভরে নোটিফিকেশন দেওয়া ঠিকানাতে registered post/ speed post / courier মাধ্যমে 07/03/2024 তারিখের বিকাল 5 টার মধ্যে পৌঁছে দিতে হবে ।
আবিদন ফি - এই সব পদে আবেদন জানাতে হলে UR Category প্রার্থীদের 100 টাকা এবং Reserved Category প্রার্থীদের 50 টাকা করে Non refundable Demand Draft-এর মাধ্যমে ফ্রি দিতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ - আলিপুরদুয়ারের এই স্বাস্থ্য বিভাগের নিয়োগের শেষ তারিখে হচ্ছে 07/03/2024 এর বিকাল 5 টা ।
এছাড়া এই নিয়োগ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা দরকার, সেই বিষয়ে জানার জন্য অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক