Friday, 26 April 2024

কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে , দেখে নিন আবেদন পদ্ধতি ?

Cooch Behar Housestaffship Recruitment


যে সমস্ত চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর । কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে । নিচে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।

Cooch Behar Housestaffship (Junior Resident) Recruitment 2024 


সংস্থা নাম - পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত Maharaja Jitendra Narayan Medical College  & Hospital থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । 

পদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে ।

শূন্যপদের সংখ্যা - এই Housestaffship (Junior Resident) পদে ঠিক কত জন কে নিয়োগ করা হবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতে জানায়নি।  

আবেদন পদ্ধতি - অনলাইনের মাধ্যমে এই Housestaffship (Junior Resident) পদে আবেদন জানাতে হবে । প্রথমে Cooch Behar সাইটের Recruitment পেজে যেতে হবে । তারপর এই Housestaffship (Junior Resident) নিয়োগের Description-এ একটি আবেদনের জন্য লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আবেদন জানাতে হবে । 

অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত Documents গুলি আপলোড করতে হবে তা নোটিফিকেশনে দেওয়া আছে । 

গুরুত্বপূর্ণ তারিখ - 26/04/2024 তারিখ থেকে এই Housestaffship পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে । আবেদনের শেষ তারিখ হচ্ছে 02/05/2024 । 

এছাড়া এই নিয়োগ সম্পর্কে জানতে এবং কিভাবে প্রার্থী বেছে নেওয়া হবে তা জানার জন্য অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন এবং বাকি তথ্য পড়ে নেবেন । 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

1) Cooch Behar Official Website 

2) Housestaffship Recruitment Notification 



Join Our Facebook Page

Wednesday, 6 March 2024

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে পূজারী পদে কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

WB Recruitment 2024 in Pujari Cum Bhogpachak


WB Recruitment 2024: যে সমস্ত প্রার্থী দেব দেবীর পূজা করে থাকেন, তাদের জন্য সুখবর । পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার Debuttor Trust Board অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে পূজারী পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই পদটি Permanent । নিচে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল  ।

WB Recruitment 2024 in Pujari Cum Bhogpachak 


সংস্থার নাম - পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার Office of Debuttor Trust Board নামক সংস্থা  থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । 

শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Pujari Cum Bhogpachak  পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে । 

শূন্যপদের সংখ্যা - বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এই Pujari Cum Bhogpachak পদে মোট 7 টি শূন্যপদ রয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা - এই পূজারী পদের জন্য প্রার্থীদেরকে কোনো সরকারি স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে । 

অন্যান্য যোগ্যতা - এই পদের জন্য আরো যে সব যোগ্যতা থাকতে হবে, সেগুলি হল - Sanskrit এ ভালো জ্ঞান থাকতে হবে, বিভিন্ন দেব দেবীর পূজা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং Hindu Temple-এ পূজা করার অভিজ্ঞতা থাকতে হবে । সবচেয়ে বড়ো যোগ্যতা হচ্ছে প্রার্থীকে ভারতীয় হতে হবে । 

বয়স - 18 থেকে 40 বছর বয়সী প্রার্থীরা এই Pujari Cum Bhogpachak পদে আবেদন করতে পারবেন । 

বেতন - এই পূজারী পদে যাদেরকে বেছে নেবে তাদেরকে Group D অনুযায়ী বেতন দেবে জানিয়েছে । 

আবেদন পদ্ধতি - অফলাইনের মাধ্যমে এই পূজারী পদে আবেদন জানাতে হবে । প্রথমে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং তারপর নোটিফিকেশন থেকে আবেদন ফর্ম টি প্রিন্ট করে নিতে হবে । এরপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল করতে হবে । সম্পূর্ণ ফর্ম ফিলের পর আবেদন ফর্মের সাথে Self Attested করা Documents যেমন - Qualification, Identification, Experience, 2 Passport photo 2 টি খামেয মধ্যে ভরে তার ওপর 5 টাকার Stamp attach করতে হবে । এবং নোটিফিকেশন দেওয়া ঠিকানাতে 18/03/2024 এর 3 টের মধ্যে পৌঁছে দিতে হবে হবে । 

নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পূজারী পদে প্রার্থীদের বেছে নেওয়া হবে জানিয়েছে । 

আবেদনের তারিখ - ইতিমধ্যে 22/02/2024 তারিখ থেকে এই পদে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 18/03/2024 এর বিকাল 3 টে পর্যন্ত । 

এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন এবং বাকি তথ্য যেমন ঠিকানা, আবেদন করার পদ্ধতি দেখে নেবেন । 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

1) Pujari Cum Bhogpachak Recruitment Notification 

2) Coach Behar Official Website 

Join Our Facebook Page 

Monday, 4 March 2024

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে Yoga Instructor পদে কর্মী নিয়োগ, বেতন 8000 টাকা - দেখে নিন আবেদন পদ্ধতি

West Bengal Birbhum District Health and Family Welfare Samiti, Rampurhat Heath District Office Released a Recruitment Notification, where said they Recruit Yoga Instructor Post for male and female.


পশ্চিমবঙ্গের যে সব Yoga চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য খুশির খবর । পশ্চিমবঙ্গের বীরভূম জেলার Yoga Instructor পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে । এই পদে উভয় অর্থাৎ পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই পদের জন্য তেমন কোনো বড়ো শিক্ষা গত যোগ্যতা থাকতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ করেলেই হবে । নিচে এই Yoga Instructor পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল । 

WB Recruitment 2024 in Yoga Instructor


সংস্থার নাম - পশ্চিমবঙ্গের বীরভূম জেলার District Health and Family Welfare Samiti, Rampurhat Heath District থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । 

শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Yoga Instructor (Male and Female) পদে কর্মী নিয়োগ করা হবে ।

শূন্যপদের সংখ্যা - বিজ্ঞপ্তি অনুযায়ী Yoga Instructor Male পদে 12 টি যার মধ্যে  (UR -6, SC -3, ST- 1, OBC-A - 1, OBC-B -1) শূন্যপদে রয়েছে এবং Yoga Instructor Female পদে 10 টি শূন্যপদ রয়েছে যার মধ্যে (UR -4, SC -3, ST- 1, OBC-A - 1, OBC-B -1) । 

শিক্ষাগত যোগ্যতা  - প্রার্থীকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে WBCYN স্বীকৃত Yoga Certificate/ Diploma থাকতে হবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে । 

বয়স - এই Yoga Instructor (Male/ Female) পদে 21 থেকে 40 বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন । এছাড়া SC, ST এবং OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন । 

বেতন - Yoga Instructor Male প্রার্থীদের মাসে 8000 টাকা করে এবং Yoga Instructor Female প্রার্থীদের 5000 টাকা করে বেতন দেবে জানিয়েছে ।

পোস্টিং - এই দুটি পদের প্রার্থীদের Rampurhat Heath District-এ পোস্টিং দেবে জানিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে । 

আবেদন ফি - এই Yoga Instructor পদে আবেদন জানাতে হলে General Caste প্রার্থীদের 100 টাকা এবং বাকি Caste প্রার্থীদের 50 টাকা করে আবেদন ফি দিতে হবে । 

আবেদন পদ্ধতি  - অনলাইনের মাধ্যমে এই Yoga Instructor পদে আবেদন জানাতে হবে । যে সব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করবেন ভাবছেন তাহলে প্রথমে wbhealth.gov.in সাইটে গিয়ে আবেদন করতে হবে । 

গুরুত্বপূর্ণ তারিখ - ইতিমধ্যে এই Yoga Instructor পদে 26/02/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে , এই পদে আবেদনের শেষ তারিখে হচ্ছে 13/03/2024 । 

আরোও পড়ুন, 


গুরুত্বপূর্ণ লিঙ্ক  

1) Yoga Instructor Recruitment Notification 




Join Our Facebook Page

Wednesday, 28 February 2024

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

wb health recruitment 2024


WB Health Recruitment 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা একটি স্বাস্থ্য বিভাগের চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জানাই খুশির খবর । পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার Chief Medical Officer অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলেছে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে, তবে এই সব নিয়োগ Contractual হবে জানিয়েছে । নিচে কোন কোনো পদে নিয়োগ করা হবে এবং কি কি যোগ্যতা লাগবে তা বিস্তারিত ভাবে জানানো হল । 

WB Health Recruitment 2024 in Alipurduar District 


সংস্থার নাম - পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের Chief Medical Officer অফিস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে । 

শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সব শূন্যপদে নিয়োগ করা হবে , তা হচ্ছে - 

1) District Manager 
2) Multi Rehabilitation Worker
3) District PPM Coordinator
4) Ophthalmic Assistant

শূন্যপদের সংখ্যা - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 7 টি শূন্যপদ রয়েছে অর্থাৎ District Manager পদে 1 টি, Multi Rehabilitation Worker পদে 4 টি এবং District PPM Coordinator ও Ophthalmic Assistant পদে 1 টি করে শূন্যপদ রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা , বয়স এবং বেতন 

পদ অনুযায়ী যে সব শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে  এবং কত টাকা করে বেতন দেবে তা নিচে জানানো হল - 

1) District Manager - এই পদে আবেদন জানাতে হলে প্রার্থীকে Statistics-এ ডিগ্রি থাকতে হবে, Biostatistics-এ দক্ষ হতে হবে এবং যে কোনো স্বাস্থ্য এবং হসপিটালের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এই পদে সর্বোচ্চ 40 বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের প্রার্থীদের 35,000/ টাকা করে বেতন দেবে জানিয়েছে ।

2) Multi Rehabilitation Worker - এই পদের প্রার্থীদের Physiotherapy-তে Master Degree থাকতে হবে অথবা Physiotherapy-তে Bachelor Degree থাকতে হবে এঅবং সাথে হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 21 থেকে 40 বছর প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন এবং 18,000 টাকা করে প্রতি মাসে বেতন দেবে জানিয়েছে । 

3) District PPM Coordinator - যে কোনো বিষয়ে Post Graduate থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন । তবে Communication/ACSM/Public Private Partnership/Health Projects এ, ওপর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়া কম্পিউটারের ওপর জ্ঞান থাকতে হবে , আর বাইক চালানো জানতে হবে এবং সাথে বাইকের driving license থাকতে হবে । এই পদে 21 থেকে 40 বছর প্রার্থীরাআবেদন জানাতে পারবেন এবং 26,000 টাকা করে বেতন দেবে জানিয়েছে ।

4) Ophthalmic Assistant - Physics, Chemistry,Biology বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন । এবং অবশ্যই Paramedical Ophthalmic Assistant কোর্সের ওপর 2 বছরের Diploma থাকতে হবে । 18 থেকে 40 বছর প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং 18,000 টাকা করে বেতন দেবে জানিয়েছে । 

নিয়োগ পদ্ধতি - ওপরের পদ গুলিতে প্রার্থীদেরকে Academic Qualification, Experience, Written Test, Computer Test এবং Interview-র মাধ্যমে বেছে নেওয়া হবে জানিয়েছে । 

আবেদন পদ্ধতি - যে সব চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন,  তাহলে তাদের জানাই যে এই পদে আবেদন জানাতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে সবে । প্রথমে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং তারপর আবেদন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে , তারপর আবেদন ফর্ম টি সঠিক ভাবে ফিল করোএ হবে এবং সমস্ত ডকুমেন্টসর জেরক্স কপি আর Demand Draft সহ একটি খামে ভরে নোটিফিকেশন দেওয়া ঠিকানাতে registered post/ speed post / courier মাধ্যমে 07/03/2024 তারিখের বিকাল 5 টার মধ্যে পৌঁছে দিতে হবে । 

আবিদন ফি - এই সব পদে আবেদন জানাতে হলে UR Category প্রার্থীদের 100 টাকা এবং Reserved Category প্রার্থীদের 50 টাকা করে Non refundable Demand Draft-এর মাধ্যমে ফ্রি দিতে হবে । 

গুরুত্বপূর্ণ তারিখ - আলিপুরদুয়ারের এই স্বাস্থ্য বিভাগের নিয়োগের শেষ তারিখে হচ্ছে 07/03/2024 এর বিকাল 5 টা । 

এছাড়া এই নিয়োগ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা দরকার,  সেই বিষয়ে জানার জন্য অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 




Join Our Facebook Page

কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হবে , দেখে নিন আবেদন পদ্ধতি ?

যে সমস্ত চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর । কোচবিহারে Housestaffship (Junior Resident) পদে কর্মী নিয়োগ করা হ...