পশ্চিমবঙ্গের যে সব Yoga চাকরিপ্রার্থী একটি সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য খুশির খবর । পশ্চিমবঙ্গের বীরভূম জেলার Yoga Instructor পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়েছে । এই পদে উভয় অর্থাৎ পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবেন । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই পদের জন্য তেমন কোনো বড়ো শিক্ষা গত যোগ্যতা থাকতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাশ করেলেই হবে । নিচে এই Yoga Instructor পদের নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল ।
WB Recruitment 2024 in Yoga Instructor
সংস্থার নাম - পশ্চিমবঙ্গের বীরভূম জেলার District Health and Family Welfare Samiti, Rampurhat Heath District থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ।
শূন্যপদের নাম - নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী Yoga Instructor (Male and Female) পদে কর্মী নিয়োগ করা হবে ।
শূন্যপদের সংখ্যা - বিজ্ঞপ্তি অনুযায়ী Yoga Instructor Male পদে 12 টি যার মধ্যে (UR -6, SC -3, ST- 1, OBC-A - 1, OBC-B -1) শূন্যপদে রয়েছে এবং Yoga Instructor Female পদে 10 টি শূন্যপদ রয়েছে যার মধ্যে (UR -4, SC -3, ST- 1, OBC-A - 1, OBC-B -1) ।
শিক্ষাগত যোগ্যতা - প্রার্থীকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে WBCYN স্বীকৃত Yoga Certificate/ Diploma থাকতে হবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
বয়স - এই Yoga Instructor (Male/ Female) পদে 21 থেকে 40 বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন । এছাড়া SC, ST এবং OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
বেতন - Yoga Instructor Male প্রার্থীদের মাসে 8000 টাকা করে এবং Yoga Instructor Female প্রার্থীদের 5000 টাকা করে বেতন দেবে জানিয়েছে ।
পোস্টিং - এই দুটি পদের প্রার্থীদের Rampurhat Heath District-এ পোস্টিং দেবে জানিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে ।
আবেদন ফি - এই Yoga Instructor পদে আবেদন জানাতে হলে General Caste প্রার্থীদের 100 টাকা এবং বাকি Caste প্রার্থীদের 50 টাকা করে আবেদন ফি দিতে হবে ।
আবেদন পদ্ধতি - অনলাইনের মাধ্যমে এই Yoga Instructor পদে আবেদন জানাতে হবে । যে সব চাকরিপ্রার্থী এই পদে আবেদন করবেন ভাবছেন তাহলে প্রথমে wbhealth.gov.in সাইটে গিয়ে আবেদন করতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ - ইতিমধ্যে এই Yoga Instructor পদে 26/02/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে , এই পদে আবেদনের শেষ তারিখে হচ্ছে 13/03/2024 ।
আরোও পড়ুন,
গুরুত্বপূর্ণ লিঙ্ক
1) Yoga Instructor Recruitment Notification
3) Apply Online
Join Our Facebook Page
No comments:
Post a Comment